কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫। আটককৃত মাদক কারবারী হলেন- টেকনাফ হ্নীলা ইউনিয়নের মোছনী রেজিষ্টার ক্যাম্প ব্লক-ডি, শেড-৭১৭/৫, এমআরসি নং-৩৯৪১৫ এর বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল হাসিম (৪১)।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল আব্দুল হাসিম নামে একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত বিদেশি বিয়ার ও মদসহ আটক ব্যক্তি এবং অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম