নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশির হাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে স্কুলে যাওয়ার পথে অপহৃত হয়। অপহরণের একদিন পর শুক্রবার রাতে তাকে ফেনীর মহিপাল থেকে তাকে উদ্ধার করা হয়। ভিকটিম নিঝুমের মা আইনুন নাহার বাদী হয়ে কবিরহাট থানায় অপহরণের মামলা করেন।
এদিকে রবিবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভিকটিমের মেডিকেল করা হয়েছে এবং আদালতে উঠানো হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ভিকটিম। এর আগে ২৯ আগস্ট সকালে বিদ্যালয় যাওয়ার পথে অপহরণের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অপহৃত স্কুলছাত্রী চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। ২৯ আগস্ট সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে রামেশ্বরপুর গ্রাম থেকে তাকে অপহরণ করে মো. রুবায়েত (২০) ও তার সঙ্গে থাকা কয়েকজন। রুবায়েত কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শাহজাহানের ছেলে। স্কুলছাত্রীর মা কবিরহাট থানায় শুক্রবার রাতে মামলা দায়ের করেন। মামলার ১৩ ঘণ্টা পর ফেনীর মহিপাল থেকে তাকে উদ্ধার করা হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই প্রভাত কর্মকার বলেন, এ সময় অপহরণকারী রুবায়েত পালিয়ে যান।
কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, মেয়েটির সঙ্গে ছেলেটির দুঃসম্পর্কের আত্মীয়তার পরিচয়। তারা ১৫ দিন পূর্বেও একবার পালিয়ে যায়।
মামলা তদন্তকারী কর্মকর্তা প্রভাত কর্মকার বলেন, স্কুলছাত্রীকে ফেনীর মহিপাল থেকে উদ্ধার করা হয়। তবে আসামি রুবায়েতকে পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কবিরহাট ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, ভিকটিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম