৩ সেপ্টেম্বর, ২০২৩ ২২:২৪

ঝিনাইদহে ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কাঁকলাশ গ্রামের মসিয়ার নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। মসিয়ার ওই গ্রামের সাদেক আলী মাতব্বরের ছেলে। ধর্ষিতা পাশ্ববর্তী নিয়ামতপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের এক নারী। অসুস্থ হয়ে পড়ায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

স্থানীয়রা জানান, মসিয়ার বাড়ির সাথে একটি দোকানে ব্যবসা করেন। দুপুরে এ ঘটনার পর লোকজন একত্রিত হলে ধর্ষক মসিয়ার বিষয়টি বুঝতে পেরে আত্মগোপন করে। 

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক না কেন, কোন ছাড় দেওয়া হবে না।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর