প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাইদ চাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করলে বিচারক রাশেদুল আমিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কিশোরগঞ্জ আদালতে হাজির করে পুলিশ।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ মে আদালতে মামলাটি দায়ের করেছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউনুস খান মামলাটি আমলে নিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসিকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে রবিবার তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে আনা হয় এবং সোমবার সকালে কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল আমিন এর আদালতে হাজির করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদ গত ১৯ মে পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেন।
বাদীর আইনজীবী কিশোরগঞ্জের দ্রুত বিচার আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আতিকুল হক বুলবুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার কারণে রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাইদ চাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলার আজকে ধার্য তারিখ ছিল। তাকে আদালতে হাজির করা করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী জালাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি সংক্রান্ত মামলায় রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাইদ চাঁদকে আজ কিশোরগঞ্জে শ্যোন এরেস্ট দেখানো হয়েছে। এ প্রসঙ্গে তার বিরুদ্ধে সারাদেশে ২৬টি মামলা হয়েছে। আমরা আগামীকাল মঙ্গলবার উনার জামিন চাইবো। আশা করছি আইন অনুযায়ী উনাকে জামিন দেওয়া হবে। এক বিষয়ে প্রত্যেক জায়গাতেই মামলা দেয়া হচ্ছে এবং রিমান্ড চাওয়া হচ্ছে। উনি বয়স্ক মানুষ। উনার একটি কিডনি ড্যামেজ। তারপরও উনাকে আইনি সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না। আমরা আশা করি মঙ্গলবারই কিশোরগঞ্জ থেকে উনার জামিন মঞ্জুর হবে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ দাউদ বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে আমরা মামলাটি রুজু করি। মামলাটি তদন্তাধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ