নারায়ণগঞ্জ ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় কিশোর গ্যাং হামলা চালিয়ে এক কলেজ পড়ুয়া ছাত্র ও তার দুই বন্ধুকে পিটিয়ে মোবাইল ও নগদ টাকা লুটে নিয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালায়। ওইসময় সন্ত্রাসীদের অভিভাবকরা বিষয়টি আপোষ মিমাংসার জন্য পুলিশ অফিসার এসআই গিয়াস উদ্দিনের কাছে সময় প্রার্থনা করেন। এতে পুলিশ তাদের সময় দিলে পরের দিন আপোষ মিমাংসা না করে উল্টো কলেজ ছাত্র ও তার দুই বন্ধুকে হত্যার হুমকি দেয় তারা।
শনিবার রাত সাড়ে ১০টায় সস্তাপুর ঢাকা টেক্সটাইলের সামনে এঘটনা ঘটে। রবিবার তারা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়।
অভিযোগে উল্লেখ করা হয়, কমর আলী হাই স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র সৌরভ শনিবার রাতে তার বন্ধু আসিব ও হাবিবকে নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় স্থানীয় কিশোর গ্যাং সদস্য সিহাব দলবল নিয়ে তাদের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা লোহার রড দিয়ে পিটিয়ে তাদের রক্তাক্ত করে। এরপর সৌরভের কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ও পকেট থেকে নগদ ৩২শ টাকা লুটে নেয়। তখন আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শহরের ৩শ' শয্যা খানপুর হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর কিশোর গ্যাংয়ের অভিভাবকরা এ বলে কলেজ ছাত্রের পরিবার কে শাসিয়ে যায় যে, পুলিশ ডাকাতে তার ছেলেরা উত্তেজিত হয়ে আছে। রাস্তায় পেলে কোপালে কিছু করার থাকবে না।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, ফতুল্লায় কোন কিশোর গ্যাং থাকবে না। কলেজ ছাত্র সৌরভ ও তার দুই বন্ধুকে মারধরের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন