শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ে মানসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে নয়টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৬৫ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের ২০২২ -২৩ অর্থবছরে উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে শিক্ষকদের মাঝে বেঞ্চ বিতরণ করা হয়। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান। ইউএনও বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সারসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এএ