পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে প্রায় সাড়ে ৭ কেজি ওজনের একটি পাঙ্গাস। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পৌর শহরের মাছ বাজারে এ মাছটি নিয়ে আসে জেলে টিটু প্যাদা। পরে এক মৎস্য ব্যবসায়ী ৮৫০ টাকা কেজি দরে এটি ক্রয় করেন।
জেলে টিটু প্যাদা বলেন, প্রতিদিনের মতো বড়শি নিয়ে রাবনাবাদ নদীতে মাছ শিকারে যান। দীর্ঘ প্রতীক্ষার পর শেষ বিকালে তার বড়শিতে এ মাছটি ধরা পড়ে। প্রথমে নদী থেকে মাছটি নৌকায় তুলতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশাল এই পাঙ্গাসটি তীরে নিয়ে আসলে উৎসুক লোকজন এক নজর দেখার জন্য ভিড় জমায়। পরে মাছটি এক মৎস্য ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।
স্থানীয়রা জানান, এ ধরনের নদীর বড় পাঙ্গাস সচরাচার দেখা যায় না। তবে যে জেলের বড়শিতে এ মাছটি ধরা পড়েছে সে ভাগ্যবান।
কলাপাড়া পৌর শহরের মৎস্য ব্যবসায়ী রজ্জফ মিয়া বলেন, মাছটি ৮৫০ টাকা দরে কিনেছি। এটিকে ঢাকার বাজারে পাঠানো হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল