১৮ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৫৬

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ১

বগুড়া জেলা শহরের মাটিডালীস্থ এস ও এস স্কুলের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার রাতে দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী সদরের নুনগোলা ইউনিয়ের কুকরুইল এলাকার রানা মিয়ার ছেলে মো. মিনহাজ (২১)।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক রাসেল আহম্মেদ জানান, মিনহাজ মাটিডালী থেকে এস ও এস স্কুলের সামনে আসতেই পেছনে থেকে কুড়িগ্রাম থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে মিনহাজ মারা যান। খবর পেয়ে পুলিশ বাসটিকে আটক করে। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর