১৮ সেপ্টেম্বর, ২০২৩ ২১:৫৭

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বরগুনা প্রতিনিধি

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটার কাকচিড়া বাজারে নৌ-পুলিশ ফাঁড়ির সামনের সড়কে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে ট্রাকের সাথে সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি পাথরঘাটার খাসতবক গ্রামে। নিহতরা হলেন শাকিব, রাকিব ও তানভীর। তারা ৩ জনই এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

কাকচিড়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন পল্টু বলেন, সন্ধ্যার পরে ৩ বন্ধু মোটরসাইকেলে কাকচিড়া বাজারে আসছিলো। মোটরসাইকেলের গতি বেশী থাকায় রাস্তার পাশে থেমে থাকা গাছ বোঝাই একটি ট্রাকের সামনে আঘাত করে ট্রাকের উপর এবং রাস্তায় ছিঁটকে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে কাকচিড়া বাজারে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ৩ জনকেই মৃত ঘোষণা করা হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর