ঢাকার ধামরাইয়ে অনিক মিয়া (২০) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ধামরাই থানা পুলিশ তার লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। লাশের পায়ে আঘাতের চিহৃ আছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নিহতের বাড়ি নেত্রকোণা সদর উপজেলার কুমারপুর গ্রামে। তার বাবার নাম সাইফুল ইসলাম।
জানা গেছে, ধামরাইয়ের কালামপুর কারথানার শ্রমিক হিসেবে কাজ করে আসছিল অনিক মিয়া। তিনি কারখানার ভেতর আবাসিক ভবনে থাকতেন। মঙ্গলবার সকালে কারখানার অন্য শ্রমিকরা কারখানার পেছনে লোহার আড়ার সাথে তার মরদেহ ঝুলতে দেখে চিৎকার দেন এবং কারখানার কর্তৃপক্ষকে জানান। পরে ধামরাই থানা পুলিশ খবর পেয়ে দুপুরে তার মরদেহ উদ্ধার করে।
ধামরাই থানার ওসি হারুনা অর রশীদ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।বিডি প্রতিদিন/এএম