ময়মনসিংহের ফুলপুরে কাজিয়াকান্দা চরপাড়ার সরকারি খাদ্য গুদাম এলাকায় ড্রেন না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে অবস্থিত ওই খাদ্য গুদামটির ভিটি উঁচু থাকলেও আঙিনা খুবই নিচু ও সড়ক থেকে ঢালু। এর ফলে অল্প বৃষ্টিতেই ওখানে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং ড্রেন না থাকায় সহসা ওই পানি নিষ্কাশন হয় না।
দীর্ঘদিন পর্যন্ত পানি জমে থেকে পচে দুর্গন্ধ ও মশা মাছির সৃষ্টি হয়। এর ফলে ভোগান্তির শিকার হচ্ছেন ওখানে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্টরা। প্রতিনিয়ত তাদেরকে ওই পচা পানি মাড়িয়েই অফিস করতে হয়।
ওই অফিসের খাদ্য পরিদর্শক শাহরিয়া সুলতানা বলেন, এখানে পানি জমে থাকার কারণে প্রতিনিয়ত আমাদেরকে জুতা হাতে নিয়ে কাপড় উঁচু করে ধরে অফিসে যাতায়াত করতে হয়। তখন খুব খারাপ লাগে। তিনি বলেন, আজ কয়েক বছর ধরে এই অবস্থা। এর আগে খাদ্য গুদামের বাহির সাইড দিয়ে ব্যক্তি মালিকানা জায়গায় ড্রেন ছিল। পরে আলোচনা সাপেক্ষেই ওই ড্রেন বন্ধ করে ঘর করেছেন জায়গার মালিক। এরপর থেকে আমরা জলাবদ্ধতায় ভুগছি।এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোখলেছুর রহমান বলেন, জলাবদ্ধতার কারণে চলাচলে অসুবিধা হলেও গুদামের ধান চালের কোন ক্ষতি হচ্ছে না। বিষয়টি নিয়ে আমরা ইউএনওসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন, এ জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, এটা পৌরসভার এরিয়াতে, তাই বিষয়টি নিয়ে আমি মেয়র ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলবো। দেখা যাক কি করা যায়।
বিডি প্রতিদিন/হিমেল