গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা অফিসার ইনচার্জ মো. জিয়াউল ইসলাম শনিবার রাত দেড়টার দিকে শহরের মারিয়ালী কলাবাগান এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে অভিযান চালিয়ে ৪ আসামীকে গ্রেফতার করেছে। ওই সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত সামুরাই, দা, চাকু, হেসকো ব্লেড ও গামছা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- মোঃ জুয়েল রানা (২৬), মোঃ সাদিক মিয়া (২৬), রাকিবুল হাসান রাব্বি (২৪) ও মোঃ মিরাজ হোসেন (২০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে জিএমপি সদর থানা সহ শহরের বিভিন্ন জায়গায় ছিনতাই করে আসছে।
ঘটনায় জিএমপির সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
বিডি প্রতিদিন/এএম