২৯ সেপ্টেম্বর, ২০২৩ ২২:২০

চাঁদপুর জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুরে জেলা প্রশাসক ২০তম কাপ ফুটবল ও আন্ত উপজেলা প্রমিলা ফুটবল টুর্নামেন্ট-২৩ এর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি টুর্নামেন্টের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। পরে মন্ত্রীর পক্ষে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে খেলার শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। 

চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আ’লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু। সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ও প্রমিলা ফুটবল টুর্নামেন্টে জেলার ৮টি উপজেলা দল অংশগ্রহণ করবে।  উদ্বোধনী দিনে টুর্নামেন্টে অংশগ্রহণ করে কচুয়া বনাম ফরিদগঞ্জ উপজেলা দল। এতে কচুয়া উপজেলাকে ২-০ গোলে হারিয়ে ফরিদগঞ্জ উপজেলা দল জয় লাভ করে।
 
বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর