৩০ সেপ্টেম্বর, ২০২৩ ২০:০৫

কুড়িগ্রামে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থ ও সনদপত্র প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থ ও সনদপত্র প্রদান

কুড়িগ্রামে ২০২২ সালে বেসরকারিভাবে বিভিন্ন শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। নর্থ লাইন এসোসিয়েট লিমিটেড এর উদ্যোগে গতবছর পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তিপ্রাপ্ত  শিক্ষার্থীদের এ অর্থ ও সনদ বিতরণ করেন জেলা পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল হক।

শনিবার দুপুরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলসেডে পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে দেশাত্ববোধক গানের মধ্য দিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সূচনা করা হয়। এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নর্থ লাইন এ্যাসোসিয়েট রংপুর এর চেয়ারম্যান মো. রুহুল আমীন। এসময় পুলিশ লাইন্স স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থ লাইন এ্যাসোসিয়েট রংপুর এর মহাসচিব মো. শায়খুল ইসলাম, রংপুর এর নির্বাহী পরিষদের সদস্য ও নির্বাহী পরিচালক মাল্টিমিডিয়া মডেল স্কুলের মুকুল মিয়া, রাজারহাট নতুনকুঁড়ি জুনিয়র স্কুলের পরিচালক আসাদুজ্জামান রাজু, শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ জামিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাজ্জাদ হোসেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ওহিদুন্নবীসহ জেলা পুলিশের অন্যন্য সদস্যবৃন্দ।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর