৮ অক্টোবর, ২০২৩ ১৪:৫৭

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ সেখ বেনোজীর আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক পিনাকী রঞ্জন দাস। ওরিয়েন্টেশন প্রোগ্রামের আহবায়ক কাজী আরাফাত হোসেন এ প্রোগ্রামে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে একাদশ শ্রেণির ৭ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলী নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর