৯ অক্টোবর, ২০২৩ ১৮:০৬

মানিকগঞ্জে ৪ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে ৪ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জে ট্রাক ডাকাতি করে চালক ও হেলপারকে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডাদেশ ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক।

সোমবার বেলা আড়াইটার দিকে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। এ সময় একজন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো বদর উদ্দিন, তার বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার বড়াকৈর গ্রামে। মোঃ ইসলাম ও ইয়াকুব আলী শেখের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামে। বিল্লাল শিকদারের বাড়ি গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার হারবাইদ গ্রামে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের বাবু মিয়া, ভোলা জেলার লালমোহন উপজেলার কলমা গ্রামের শাহ আলম, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের বাবুল শেখ, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মধুপুর গ্রামের শাহাদাৎ হোসেন ও মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের আখের আলী।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর