বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সিরাজগঞ্জে অনশন কর্মসূচি পালন করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তনের সামনে জেলা বিএনপি এ অনশন কর্মসূচি পালন করেন।
অনশন কর্মসূচিতে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনশনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ।
এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা, মির্জা মোস্তফা জামান, আবু সাঈদ সুইট, ভিপি অমরকৃষ্ণদাস, ভিপি শামীম, যুবদল নেতা মির্জা আব্দুল জব্বার বাবু, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদল নেতা সেরাজুল ইসলাম প্রমুখ।বিডি প্রতিদিন/এমআই