১৪ অক্টোবর, ২০২৩ ১৭:২৫

কুমিল্লায় দুই চিকিৎসককে মরণোত্তর সম্মাননা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় দুই চিকিৎসককে মরণোত্তর সম্মাননা

মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠান

কুমিল্লায় দুজন চিকিৎসককে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বুধবার সন্ধ্যায় কুমিল্লা ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি ও চক্ষু চিকিৎসক সমিতি (অবস) কুমিল্লা শাখার আয়োজনে তাদের এ সম্মাননা প্রদান করা হয়।

মরণোত্তর সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন-ডা. যোবায়দা হান্নান ও ডা. ওয়ালী উল্লাহ।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, ডা. যোবায়দা হান্নান বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ডা. ওয়ালী উল্লাহ চক্ষু সমিতির কুমিল্লা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তাদের হাত ধরে কুমিল্লায় ডায়াবেটিক হাসপাতাল ও অন্ধকল্যাণ সমিতি হাসপাতাল গড়ে ওঠে। তাদের অবদান যুগ যুগ বেঁচে থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেরুন্নেসা বাহার। বিশেষ অতিথি ছিলেন বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. একেএম আবদুস সেলিম, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম তাইফুর আলম।

স্মৃতিচারণ করেন অবস কুমিল্লার সায়েন্টিফিক সেক্রেটারি ডা. মো. ওমর ফারুক ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী প্রমুখ। ধন্যবাদ জানান অবস কুমিল্লার উপদেষ্টা প্রফেসর জামাল নিজামউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন অবস কুমিল্লার সভাপতি ডা. এ এস এম জিয়াউদ্দিন সিকদার। উপস্থাপনা করেন অবস কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. এ এম আনিসুর রহমান। মরণোত্তর সংবর্ধনার আগে দৃষ্টি দিবস উপলক্ষে নগরীতে র‌্যালি ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর