ফরিদপুরের বোয়ালমারীতে খাদিজা আক্তার মিম (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। খাদিজা আক্তার ফরিদপুর রাজেন্দ্র কলেজের বিএ (অনার্স) প্রথম বর্ষের শিক্ষার্থী ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের ঋষিপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। ছাত্রীর মা বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।
এলাকা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মিমের সাথে তার মায়ের সামন্য বিষয় নিয়ে ঝগড়া হয়। এর জেরে মিম নিজকক্ষের দরজা-জানালা বন্ধ করে শুয়ে পড়ে। সন্ধ্যা পর্যন্ত তার কোন সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মিমকে পাওয়া যায়। এর আগেও প্রায়ই বিভিন্ন কারণে ঝগড়াঝাটি করতো মিম মায়ের সাথে। মিমের বাবা গাজীপুরে ব্যবসা করেন এবং সে তিন ভাই-বোনের মধ্যে বড় ছিলো। কয়েক বছর আগে মিমের বাবা জাহাঙ্গীর আলম বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের জয়দেবপুর গ্রাম থেকে বোয়ালমারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের ঋষিপাড়ায় নতুন বাড়ি করেন।
তবে মিমের মা জানান, মিমের মাথায় সমস্যার কারণে মিম চেঁচামেচি করতো। এ নিয়ে বিভিন্ন সময় অভিমান করতো মেয়েটি।
বিডি প্রতিদিন/এএম