১৮ অক্টোবর, ২০২৩ ২০:৫১

হালুয়াঘাটে থানা পুলিশের মতবিনিময় সভা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

হালুয়াঘাটে থানা পুলিশের মতবিনিময় সভা

সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা ধরে রাখতে সকলের করণীয় নিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।

বুধবার বিকেলে থানা কনফারেন্স সেন্টারে এ সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায়। আলোচনা পর্বে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত, সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সরকার অপু, উপজেলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ঘোষ, ওসি তদন্ত আবুল হাষেমসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দরা। 

মতবিনিময় সভায় উপজেলার ৬৩টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে শান্তিপূর্ণ পরিবেশে পুজা অর্চনা সমাপ্ত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বক্তাগণ। 
অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজার নিরাপত্তায় পূজা চলাকালীন সময়ে প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ এর পাশাপাশি আনসার বাহিনীর সদস্যগণ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর