ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল এলাকায় পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রঞ্জন কুমার রায়। তিনি পাবনার সুজানগর উপজেলার মাছপাড়া গ্রামের সুবোধ চন্দ্র রায়ের ছেলে। রঞ্জন কুমার নারায়ণগঞ্জের একটি কারখানায় চাকরি করতেন।
জানা যায়, রঞ্জন বাড়ি থেকে ঢাকা দিকে যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তিনি গুরুতর আহত হলে তাকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।বিডি প্রতিদিন/এমআই