দিনাজপুরের খানসামায় নাশকতার মামলায় বিএনপি জামায়াতের চারজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে আরো একজন কর্মীকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান (৪০) ও সহ-সভাপতি মো. আইজুল হক (৪৫), বিএনপি সমর্থক আবু বক্কর সিদ্দিক (৪০) এবং জামায়াত কর্মী জাহাঙ্গীর চৌধুরী (৪৫)। এর আগে গ্রেফতারকৃত জামায়াত কর্মী সামসুল হক (৩৫)।
থানা সূত্রে জানা যায়, সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একজন জামায়াত কর্মী ও ৩ জন বিএনপি নেতাকে আটক করা হয়। এর আগে আরেক জামায়াত কর্মীকে গ্রেফতার করে। এনিয়ে মোট গ্রেফতারকৃত ৫ জনই বর্তমানে জেল হাজতে প্রেরণ করা রয়েছে।
খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে ওই মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল