গতকাল রবিবার বিএনপি-জামাতের ডাকা হরতাল চলাকালে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সরকারি গাড়ি ভাংচুর, পুলিশের উপর হামলা ও আওয়ামী লীগের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। পৃথক চারটি মামলায় ১২৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত কয়েক’শ বিএনপির নেতাকর্মীদের আসামি করা হয়।
পৃথক চারটি মামলার বাদী পুলিশের পক্ষ থেকে এস আই রোম্মান হাসান, এস আই খোরশেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তাকর্মী আনসার সদস্য জাহিদুল ইসলাম। এছাড়া গতকাল সোমবার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন। এতে বিএনপির ৮০ থেকে ৮৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতদের আসামি করা হয়।
জানা গেছে, মামলায় মোট ১২৮ জনসহ আরও অজ্ঞাতদের আসামি করা হয়েছে। এতে আসামিদের নাম গোপন রেখেছে পুলিশ। এছাড়াও বিএনপি নেতাকর্মীদের হামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েলসহ একাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে ৮০ থেকে ৮৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও অনেককে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গত রবিবার রাতে সদর থানায় পৃথক তিনটি মামলা রেকর্ড করা হয়েছে। হরতাল চলাকালে পুলিশের উপর হামলা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়িসহ বিভিন্ন যানবাহন ভাংচুর করার ঘটনায় এসব মামলা করা হয়।
বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল জানান, বিএনপির হামলায় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় ৮০ থেকে ৮৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও অনেককে।
বিডি প্রতিদিন/নাজমুল