৩০ অক্টোবর, ২০২৩ ২১:৪৫

বগুড়ায় তায়কোয়ান্দো প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় তায়কোয়ান্দো প্রশিক্ষণ শুরু

বগুড়া সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মেয়েদের আত্মরক্ষা কৌশল অর্জনে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তায়কোয়ান্দো শুধু বিনোদন ও স্বাস্থ্যরক্ষামূলক নয়, এটি আত্মরক্ষামূলক মার্শাল আর্ট। পড়াশোনার পাশাপাশি নিজেদের আত্মরক্ষার জন্য এটি প্রয়োজন। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহমুদ মোর্শেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর