সিরাজগঞ্জে হেরোইন ও ইয়াবা রাখার দায়ে রোকছানা বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত রোকছানা বেগম সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর (সুইপারপাড়া) মহল্লারর রেজাউল করিমের স্ত্রী
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৫ আগস্ট র্যাব-১২, এর ডিএডি মো. আ. কাদের গোপন সংবাদে মাহমুদপুর (সুইপারপাড়া) মাদক কারবারি রোকছানার বাড়িতে অভিযান চালায়। দেহ তল্লাশির সময় মাদক কারবারির কোমরে পলিথিন প্যাকেটে রক্ষিত অবস্থায় ২২৫ গ্রাম হেরোইন ও ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তিনি বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এ রায় প্রদান করেন।
বিডি প্রতিদিন/এএম