বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে কুষ্টিয়ায় দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। অধিক ভাড়া দিয়ে অল্প দূরত্বে ভেঙে ভেঙে ছোট পরিবহনে যাতায়াত করতে হচ্ছে তাদের। সময় ও ভাড়া উভয়ই বেশি লাগছে। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে সব ট্রেন সময়মতো ছেড়ে গেছে বলে জানান কুষ্টিয়া কোর্ট স্টেশনের বুকিং ইনচার্জ সাইদুজ্জামান।
আগের দিনের হরতালের মতো এদিনও অবরোধের পক্ষে কোন নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। তবে, সোশ্যাল মিডিয়ায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির সরকারের সৌজন্যে একটি মিছিলের ভিডিও পোস্ট করা হয়েছে। এ বিষয়ে জানতে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। অন্যদিকে অবরোধের বিপক্ষে জাসদ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন মিছিল করেছে।
এদিকে অবরোধে নাশকতা এড়াতে কুষ্টিয়া শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মোড়ে মোড়ে কড়া পাহারায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।