বিএনপির ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনেই পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সকালে মানিকগঞ্জ শহরের সেওতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মানরা এলাকা হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।
এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটখেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ আত্ম-রক্ষায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে ছত্রভঙ্গ করে দেয় মিছিলটি। পরে ধাওয়া করে বিএনপির ৫ নেতাকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন জেলা বিএনপির সহ-সভাপতি এড. আজাদ হোসেন খান, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন আহমেদ যাদু. জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কসাই লিটনসহ আরো দুইজন। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার জানান, বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এএ