বিএনপি ও জামায়াতে ইসলামীর তিনদিনের অবরোধের প্রথম দিন শরীয়তপুরে বাসসহ বিভিন্ন পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকেই শরীয়তপুর থেকে ঢাকা ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা অভিমুখে পরিবহন ছেড়ে যাচ্ছে। যেকোনো নাশকতা এড়ানোর জন্য বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সকালে শরীয়তপুর বাস স্ট্যান ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই বিভিন্ন রুটের বাস, ট্রাক আসা-যাওয়া করছে। তবে যাত্রীর উপস্থিতি তুলনামূলক অনেক কম দেখা গেছে। শান্তিপূর্ণভাবেই চলছে সড়কে যানবাহন।
বিডি প্রতিদিন/এএ