নোয়াখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম সহিদ উদ্দিন এস্কেন্দার (কচি)'র ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বিকাল ৪ টায় নোয়াখালী প্রেসক্লাবের মরহুম সহিদ উদ্দিন এস্কেন্দার (কচি) মিলনায়তনে এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মরহুম কচি ১৯৩২ সালের ১৯ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি একাধারে সাবেক গণপরিষদ সদস্য, নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি, নোয়াখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান জেলার ক্রীড়া সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক অসংখ্য সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
এদিকে সকালে ১০ টায় জেলা জামে মসজিদে বিশেষ মোনাজাত, বিকাল ৪ টায় নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        