১২ নভেম্বরকে প্রস্তাবিত উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু সংকটে বিপর্যস্ত উপকূলের জানমালের সুরক্ষার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার সকালে শ্যামনগরের কাশিমাড়ি ইউনিয়নের ঝাঁপালীর খোলপেটুয়া নদীর পাড়ে ৭০ এর ভোলা সাইক্লোনে প্রয়াত উপকূলবাসীর স্মরণে গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম (এসএসএসটি) ও উপকূলীয় শিক্ষা বৈচিত্র্য উন্নয়ন সংস্থা (সিডিও) এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
এ সময় কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কের সভাপতি মোঃ রাইসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মোঃ সাহাবুদ্দীন, সিডিও ইয়ুথ টিমের ইমরান হোসেন, এসএসএসটি'র সাইদুল ইসলাম, বারসিকের বরষা গাইন, আলতাফ হোসেন, সাকিলা পারভীন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ