যশোরের বেনাপোলে ভারতে পাচারের সময় ১২টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার রাত ৩ টার দিকে বারোপোতা কৃষ্ণপুর নামক স্থানে অভিযান চালিয়ে এ স্বর্ণের চালানটি আটক করা হয়।
এসময় ১ কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২ পিস স্বর্ণের বার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটকরা হলেন, আজমীর, জালাল ও নুরুজ্জামান এদের বাড়ি পোর্ট থানার পুটখালী গ্রামে।
২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, ১১ নভেম্বর ২০২৩ তারিখ গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হবে। খবরে দৌলতপুর বিওপি’র একটি টহল দল তাদেরকে আটক করে। আটক স্বর্ণের মূল্য ১,২৭,৪৮,০০০/- (এক কোটি সাতাশ লক্ষ আটচল্লিশ হাজার) টাকা। উক্ত স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে এবং আসামি ও মোটরসাইকেল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল