১৪ নভেম্বর, ২০২৩ ১৯:২৪

দুমকিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

দুমকিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর দুমকিতে খেজুরের রস সংগ্রহের জন্য গাছ কাটতে উঠে বিদুৎস্পৃষ্টে মো: ইউনুচ প্যাদা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কের নিজ বাড়ির আঙ্গিনায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রতিবছরের ন্যায় শীত মৌসুমে খেজুরের রস সংগ্রহের জন্য ইউনুচ প্যাদা (৭০)তার বাড়ির আঙ্গিনার একটি খেজুর গাছ কাটতে উঠলে গাছ পরিস্কারের সময় পাশের পল্লীবিদ্যুৎ লাইনের ওপর ডেগা (শাখা) পাতার সংযোগে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঝুলে পড়ে। পথচারী ও পরিবারের লোকজন দেখতে পেয়ে মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। 

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো. আবুদুল হান্নান এ অপমৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। 

বিডি প্রতিদিন/এএম

 

 

সর্বশেষ খবর