১৭ নভেম্বর, ২০২৩ ০০:০৪

মিছিলে হার্ট অ্যাটাকে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

মিছিলে হার্ট অ্যাটাকে আওয়ামী লীগ নেতার মৃত্যু

তফসিল ঘোষণা ‍উপলক্ষ্যে নরসিংদীর শিবপুরে আনন্দ মিছিল করার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আওয়ামী লীগ নেতা আমাল হোসেন ভূইয়া (৪৩) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমাল হোসেন ভূইয়া উপজেলার ডাকবাংলো এলাকার ফাইজুদ্দিন ভূইয়ার ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম ভূইয়া রাখিল।

রাখিল জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর শিবপুরে  উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিলের আয়োজন করা হয়।  উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে কয়েকশ’ নেতাকর্মী নিয়ে একটি আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি শিবপুর কলেজগেট মডেল মসজিদের সামনে পৌঁছালে আমাল হোসেন ভূইয়া হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং ঢলে পড়েন। তাকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে নেওয়ার পর  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জেলা হাসাপাতালের তত্ত্বাবধায়ক ডা: এম এন মিজানুর রহমান বলেন, আমাল বুক ব্যথা ও শ্বাস কষ্টসহ প্রচণ্ড সুয়েটিং নিয়ে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে জেলা হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের জরুরি বিভাগে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পাই। মূলত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (হার্ট অ্যাটাক) হয়ে  তিনি মারা গেছেন। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর