পটুয়াখালীর দুমকিতে ১১০ পিস ইয়াবাসহ ইব্রাহীম শরীফ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে পবিপ্রবি ক্যাম্পাসের সৃজনী বিদ্যানিকেতনের (উচ্চ মাধ্যমিক বিদ্যালয়) সামনে রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ তার দেহ তল্লাশি করে ১১০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ ব্যাপারে দুমকি থানার এসআই মো. শাহিন হোসেন বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
আটক ইব্রাহীম শরীফের গ্রামের বাড়ি আঙ্গারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জলিশা গ্রামে। তার বাবার নাম আ. জব্বার শরীফ।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো. আবদুল হান্নান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মাদক মামলায় আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল