নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে জয়পুরহাটে মিছিল করেছে পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপি। বুধবার দুপুরে পাঁচবিবি পৌর শহরে এ মিছিল বের করেন নেতাকর্মীরা।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপি আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, মনজুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জহুরুল আলম রুকু।
আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, জয়পুরহাট জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, নয়ন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব গোলাম নাসির বিপ্লব, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মামুন দেওয়ান প্রমুখ।
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা।
বিডি প্রতিদিন/এমআই