যশোরের কেশবপুরে একটি ডোবা থেকে ১২ দিন বয়সী দুই জমজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশু দুটির মা সুলতানা খাতুনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে কেশবপুর পৌর এলাকার সাহাপাড়া নতুন মসজিদের পাশের একটি ডোবা থেকে মরদেহদুটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে সুলতানা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিনি শিশু দুটিকে বাড়ির পেছনের ডোবায় ফেলে হত্যা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলতানা বিষয়টি স্বীকার করেছেন।
প্রতিবেশীরা জানায়, আব্দুল লতিফ হাওলাদারের মেয়ে সুলতানা খাতুন ও তার স্বামী আবু বক্কর সাহাপাড়া নতুন মসজিদ এলাকায় বসবাস করেন। গত ১০ নভেম্বর সুলতানা দুটি জমজ সন্তান প্রসব করেন। এরমধ্যে একটি ছেলে ও একটি মেয়ে। সুলতানা ও তার স্বামী আবু বক্করের মাঝে দীর্ঘ দিন ধরে কলহ চলে আসছিল। এক পর্যায়ে সুলতানা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, শিশুদের মা সুলতানা খাতুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম