কুড়িগ্রামে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের শারীরিক ও মানসিক যোগ্যতা অর্জনের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার দুপুরের দিকে কুড়িগ্রাম স্টেডিয়াম অনুষ্ঠিত প্রতিযোগিতার ৪টি অটিজম (প্রতিবন্ধী) বিদ্যালয়ের শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করে।
এসময় ক্রীড়ার মধ্যে দৌঁড়, বিস্কুট দৌঁড়সহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন (সদ্য এসপি), পৌর মেয়র মো: কাজিউল ইসলাম ও কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দীন জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসেন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,২০২৩-২০২৪ বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে।
বিডি প্রতিদিন/এএম