রংপুরে ৭ হাজার ৩১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
র্যাব জানায়, বুধবার ভোররাতে র্যাব-১৩ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার দমদমা ইসলামপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্টে একটি বাস তল্লাশি করে ৭ হাজার ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. শহিদুল ইসলাম (৪৫) এবং একই উপজেলার মৃত বুধু মোহাম্মদের ছেলে মো. আব্দুল মালেককে (৪৩) গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। ধৃৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম