রাজনীতিবিদ কৃষিবিদ বদিউজ্জামান বাদশার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী ডায়াবেটিক হাসপাতাল ও কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ফাউন্ডেশনের আয়োজনে বুধবার দিন ব্যাপী নানা আয়োজনে দিনটি পালন করে।
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২১ সালের ২২ নভেম্বর মারা যান।
দিনটি উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফ্রি ডায়াবেটিক পরীক্ষা, দুপুরে ছিটপাড়ায় মরহুমের কবরের পাশে মসজিদে বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। নালিতাবাড়ী ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ও সাংবাদিক এমএ হাকাম হীরার সভাপতিত্বে বক্তব্য রাখেন,শহীদ আবদুর রশিদ মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজ উদদ্দৌলা, নালিতাবাড়ী ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান, টিআইবির সাবেক সভাপতি জোবায়দা খাতুন, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ফাউন্ডেশনের চেয়ারম্যান বাদশার সন্তান রাগিব হাসান ভাষন।
বিডি প্রতিদিন/নাজমুল