ফরিদপুরের চরভদ্রাসনে এলজিইডি'র আরআরআইইএমপি-৩ এর আওতায় দুস্থ নারীদের আয়বর্ধক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল দশটা হতে বিকেল তিনটা পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ সভা কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক রক্ষনাবেক্ষনের কাজে নিয়োজিত ৩০ জন নারী কর্মীকে এক দিনের এ আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা প্রকৌশলী মো. জালাল উদ্দীন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহদী মোর্শেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী জাবের হোসেন প্রমূখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ