চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্যাকেজিংয়ের অপরাধে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত বিপুল খাদ্যপণ্য ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার জালশুকা গ্রামে এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, পূর্বে সতর্ক করা সত্ত্বেও ওই প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকরভাবে সেমাই, চানাচুর ও মুড়ি তৈরি করে আসছিলো। স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করে আসছিল। অনুমোদনবিহীন বাইরের পণ্য নিজেদের নামে প্যাকেজিং করা, পণ্যের প্যাকেটে মিথ্যা বিজ্ঞাপন দেয়া, মেয়াদ উত্তীর্ণ পণ্য ভালো পণ্যের সাথে সংরক্ষণ করে বিক্রয় করে আসছিল।
তিনি আরও জানান, এছাড়াও ওই প্রতিষ্ঠানে যথাযথভাবে মোড়কীকরণ বিধি না মানাসহ বিভিন্ন অপরাধ পরিলক্ষিত হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. রাশেদ আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩, ৪৪ ও ৫১ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পণ্যগুলো নষ্ট করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ