টাঙ্গাইলের সখীপুরে আগুনে পুড়ে কৃষকের ছয়টি গরুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘিরচালা গ্রামে এ ঘটনা ঘটেছে। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে কিছুই বলতে পারছে না কৃষক আবদুল খালেক।
সরজমিনে গিয়ে দেখা যায়, গরুর ঘরে আগুন লেগে পুড়ে গেছে ঘর। পরে আছে আগুনে পুড়া ছয়টি গরুর মৃত দেহ। তার মধ্যে বাছুরসহ দুইটি গাভী, একটি ষাড় এবং একটি বকনা বছুর। রাত ১টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিসে ফোন দিলেও এলাকাবাসী দৌঁড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গুরুর মালিক আবদুল খালেক বলেন, আমি এমনেতেই অসহায়, ছয়টি গরু হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল দুলাল মিয়া বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। সরকারি ভাবে যদি কিছু প্রনোদনা পেত তাহলে খালেকের অনেক উপকার হত।
বিডি প্রতিদিন/এএম