দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ৩৩ জন। পরিপ্রেক্ষিতে তারা মনোনয়ন ফরম কিনেছেন এবং সকলেই প্রার্থীতা প্রত্যাশা করছেন। যদিও জেলার ৩টি সংসদীয় আসনে ৩ জনকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে। তবে এবার পুরনোদের পাশাপাশি নতুনরাও রয়েছেন মনোনয়ন প্রত্যাশীর তালিকায়।
দলীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ৮ জন। আর সবচেয়ে বেশি মনোনয়ন প্রত্যাশী চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল- ভোলাহাট-গোমস্তাপুর) আসনে। এ আসন থেকে দলীয় মনোনয়ন ফরম তুলে জমা দিয়েছেন ১৪ জন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে দলীয় মনোনয়ন চেয়েছেন ১১ জন। উৎসবমূখর পরিবেশে স্থানীয় আওয়ামী লীগের নেতারা মনোনয়ন ফরম তুলে আবার জমাও দিয়েছে।
এদিকে আজ ২৩ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে এবং এরপরই প্রার্থী তালিকা প্রকাশ শুরু হবে।
সূত্রমতে, চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৮ জন। এরা হলেন, বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মো. জিল্লার রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানি, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম টিয়া ও জেলা আওয়ামী লীগের সদস্য জারা জাবিন মাহবুব।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ১৪ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে রয়েছেন, অসনটির বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি সরকার, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফসার আলী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম আনোয়ার, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসা. হালিমা খাতুন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন মণ্ডল, মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা ও ছাত্রনেতা সাকলায়েন আলম।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১১ জন। এরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোখলেসুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল লতিফ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম সরকার, রাজশাহীর মতিহার থানার আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরীফুল আলম ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান বলেন, আওয়ামী লীগে গণতান্ত্রিক চর্চা রয়েছে। কাজেই দলের মনোনয়ন চাইতেই পারেন দলীয় নেতারা। তবে দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন