দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান, দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি কাজী জাফর উল্লাহ এবং ২০১৪, ২০১৮ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী বর্তমান যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
উল্লেখ্য, ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নয়বারের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ৭ বার অংশগ্রহণ করেছে (১৯৮৮ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি)। এর প্রত্যেকবারেই ফরিদপুর -৫ (ভাঙ্গা) ও ফরিদপুরে একটি আসন কমে যাওয়ায় ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে নৌকা পেয়েছেন ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের কাউলিবেড়া গ্রামের কাজী পরিবার থেকে।
গত ২০০১, ২০১৪, ২০১৮ সালে নৌকা পেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। ২০০৮ সালে মামলার কারণে কাজী জাফর উল্লাহ নির্বাচন করতে না পারায় নৌকা প্রতীকে নির্বাচন করেন কাজী জাফর উল্লাহর সহধর্মিণী স্থপতি নিলুফার জাফর উল্লাহ।
এর আগে ১৯৮৬, ১৯৯১ ও ২০০১ সালে এ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করেন কাজী জাফর উল্লাহর চাচা ডা. কাজী আবু ইউসুফ।
বিডি প্রতিদিন/আরাফাত