‘বাল্যবিবাহ রুখবো, সম্ভাবনার আগামী গড়বো’ স্লোগানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তঃবিভাগ সংসদীয় বিতর্ক উৎসব শুরু হয়েছে। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৬টি বিতার্কিক দল নকআউট পর্বের বিতর্কে অংশ নেয়।
এতে স্পিকারের দায়িত্ব পালন করেন সংগঠনের চিফ মডারেটর ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক। বিচারকের দায়িত্ব পালন করেন কারমাইকেল কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিনাত শারমিন, খাদিজা শারমিন, খাইরুল ইসলাম ও আরডিআরএসের কর্মকর্তা মেজবাহুন নাহার। শনিবার বিতর্কের কোয়াটার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল প্রতিযোগিতা এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশিদ।