২৪ নভেম্বর, ২০২৩ ২০:০১

স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

মাগুরা প্রতিনিধি

স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

প্রতীকী ছবি

মাগুরার শ্রীপুরে মেরিনা বেগম (৩০) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী মোসলেম উদ্দিন পলাতক রয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার আমলসার ইউনিয়নের চরপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মেরিনা বেগম রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার বনগ্রাম গ্রামের মৃত সৈয়দ আলী মণ্ডলের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোসলেম উদ্দিনের সাথে মেরিনার ১৭ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসারে প্রায়ই অশান্তি লেগেই থাকতো। এক পর্যায়ে তাদের ছাড়াছাড়িও হয়ে যায়৷ পরে তারা আবার এক সাথে সংসার শুরু করে। তাদের সংসারে ২টি সন্তান রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় তাকে হত্যার পর স্বামী পালিয়ে যাই। ওই নারীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড মনে হচ্ছে। ঘটনার পর থেকে স্বামী মোসলেম উদ্দিন পলাতক রয়েছেন। তাকে আটক করতে পুলিশি অভিযান চলছে।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর