বগুড়া শহরের রেল স্টেশনের ময়লার ভাগাড়ের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির উপ-পরিদর্শক শামীম আহমেদ জানান, শনিবার রেল স্টেশনের ময়লার ভাগাড়ের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।
তিনি স্টেশনের আশপাশেই থাকতেন। প্রাথমিক অবস্থায় নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/এমআই