২৮ নভেম্বর, ২০২৩ ২১:২৭

জমি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

নীলফামারী প্রতিনিধি:

জমি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

নীলফামারীর ডিমলায় ছেলে নুর ইসলাম কোদালের কোপে বাবা আব্দুল আজিজ (৬৫) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি মিলনপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত আজিজ ওই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে ছেলে নুর ইসলাম (৩৫) পলাতক আছেন।

ডিমলা থানার থানার পুলিশের পরিদর্শক (তদন্ত ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও পরিবার সুত্র জানায়, জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বড় ছেলে নুর ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছিল বাবা আব্দুল আজিজের।

মঙ্গলবার সকালে আজিজ বাড়ির সামনের নিজ জমিতে ভুট্রা রোপনের সময় জমির সীমানা নিয়ে বড় ছেলে নুর ইসলামের সাথে বাকবিতন্ডার শুরু হয়। একপর্যায়ে কোদাল দিয়ে কুপিয়ে আজিজকে ঘটনাস্থলে আহত করে পালিয়ে যান ছেলে নুর। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজিজকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ রায় জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল  হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর