৩ ডিসেম্বর, ২০২৩ ১৯:১২

মৃত ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি করায় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মৃত ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি করায় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সোহানা তাহমিনা

মুন্সীগঞ্জ-২ আসনে মৃতব্যক্তি ও প্রবাসে অবস্থানরত ভোটারের নাম থাকায় স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহানা তাহমিনার মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন। 

রবিবর দুপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে মৃতব্যক্তি ও প্রবাসে অবস্থানরত ভোটারদের নাম ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেন। পরে রবিবার দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা মৃতব্যক্তির ও প্রবাসে অবস্থানরত ভোটারের নাম অন্তর্ভুক্ত করায় তার মনোনয়নপত্র অবৈধ  প্রমাণিত হওয়ায় তা বাতিল করা হয়। তবে তিনি আপিল করতে পারবেন বলেও জানা গেছে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর