৪ ডিসেম্বর, ২০২৩ ১৬:০৩

জামালপুরে ২৫ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ১৩

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ২৫ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ১৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে জামালপুরের দু’টি আসনে ৫ জনের মনোনয়নপত্র বাতিল ও ১৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সবমিলিয়ে জামালপুরের ৫টি আসনে ৩৮টি মনোনয়নপত্রের মধ্যে ২৫টি বৈধ এবং ১৩টি বাতিল করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জামালপুরের ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। সোমবার দুপুরে যাচাই-বাছাইয়ের শেষ দিনে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জামালপুর-৪ ও ৫ আসনের মোট ২০টি মনোনয়নপত্রের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে মোট ৫ জনের মনোনয়নপত্র বাতিল ও ১৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার দাখিলকৃত ভোটার তালিকা সঠিক না থাকায় এবং বিএনএফের তারিক মাহাদী ঋণ খেলাপী ও আয়কর জমা না দেওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়। জামালপুর-৫ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও বাংলাশে কংগ্রেসের আব্দুল করিমের দলীয় মনোনয়নপত্র না থাকায় এবং স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেনের প্রদান করা ভোটার তালিকা সঠিক না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

এর মধ্যে জামালপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপিসহ ৭ জন এবং জামালপুর-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদসহ ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়।

এদিকে, রবিবার জামালপুরের ৫টি আসনের মধ্যে ১, ২ ও ৩ নাম্বার আসনে ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৮ জনের মনোনয়ন বাতিল হয়। জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির প্রার্থী গোলাম মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী জিয়াউর হক ও মো. মাহবুবুল হাসান, জামালপুর-২ (ইসলামপুর) আসনে জাকের পার্টির মো. আব্দুল হালিম মন্ডল, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য এস. এম শাহীনুজ্জামান, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. শাহজাহান আলী মন্ডল এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম।

সবমিলিয়ে জামালপুরের ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। যাচাই-বাছাই শেষে ২৫ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা। 

জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান জানান, জামালপু-৪ ও ৫ আসনের ২০টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫ জনের মনোনয়নপত্র বাতিল এবং ১৫ জনের বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দলীয় দুইজন প্রার্থীর দলীয় মনোনয়নের চিঠি না থাকায়, একজন ঋণ খেলাপী এবং দুইজনের ভোটার তালিকা সঠিক না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও ৩ ডিসেম্বর জামালপুর-১, ২ ও ৩ আসনের যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। সবমিলিয়ে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ২৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তবে মনোনয়নপত্র বাতিল হওয়ায় বেশ কয়েকজন প্রার্থী আপিলের জন্য ফরম সংগ্রহ করেছে।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর